যতই ডাকি দেবতারে দেখা নাহি মেলে,
দেবদূতেরা আসেন ছুটে আর্তের ডাক পেলে।
সেবার হাতটি বাড়িয়ে তাঁরা দাঁড়ান শিয়র পাশে,
প্রাণটা ফিরে আসে তখন স্বস্তির নিঃশ্বাসে।
জগৎজুড়ে বিশ্ববাসী মহামারীর গ্ৰাসে,
মৃত্যু ভয়ে আতঙ্কিত সঙ্কুচিত ত্রাসে।
বিপদ ভয়কে তুচ্ছ করে নামেন রণাঙ্গনে
ঢাল হস্তে লড়াই করেন যুঝেন প্রাণপনে।
সেবা তাঁদের ধর্ম কর্ম সেবাই তাঁদের ব্রত
অবসর বিনোদন শিকেয় তুলে সংগ্ৰামে তাঁরা রত।
দিবানিশির হিসাব ভুলে কাটান নিদ্রাহারা,
সমুখে তাঁদের একটাই লক্ষ্য মারী মুক্ত ধরা।
স্বজন সন্তান পথ চেয়ে রয় অপেক্ষায় দিন গোনে
আসবে কবে পুরানো সেই দিন আশার জাল বোনে।
এঁরাই মোদের জগবন্ধু তরুন দিনের দিশা
নবজীবনের সজীব প্রাণকে বিকাশ করার প্রত্যুষা।
রচনাকাল : ৩০/৬/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।