আমার বন্ধ কবিতার খাতা খুলে দেখি হারিয়ে ফেলেছি তোমার দেওয়া চিরকুট তাই আমি পায় না খুঁজে তোমার বাড়ির রুট। কথা ছিলো হবে দেখা দাড়িয়ে থেকেছি একা একা পড়ন্ত বিকেলের রোদ মেখে গায় জেনে গেছি আমি আসবে না তুমি বোকা বানিয়েছ আমায়। তবুও তো মন শোনে না বারণ তোমার টানেই ভেসে যায় মিছিমিছি লেখা স্বপ্নের কথা কাছাকাছি এসে দূরে দূরে ভাসা প্রেম অধরাই থেকে যায় ।রচনাকাল : ৮/৪/২০১৯