কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৬ , সেপ্টেম্বর প্রকাশিত ২১ টি লেখনী ২৮ টি দেশ ব্যাপী ১১৭২৮ জন পড়েছেন।
রবি ঠাকুর সবার ঠাকুর
বিশ্ব জুড়ে খ্যাতি
লিখে গেছেন সারাটা জীবন
সাহিত্য প্রেমে মাতি।
তার কলমে বেড়িয়ে ছিলো
দেশের জাতীয় গান
তার কলমে বাড়িয়ে ছিলো
দেশের সম্মান।
বিশ্ব তোমায় চিনেছিল
পেয়ে গীতাঞ্জলি
আজকে তোমার জন্মদিনে
জানায় শ্রদ্ধাঞ্জলি।