পরিবারের শিক্ষা গুনে পেয়েছি এক এক মস্ত বাজে গুণ
অন্যের বিপদ দেখলে পরে পারিনা আমি থাকতে সামলে।
নিজ জ্ঞানে কোনদিনও করিনি কারও ক্ষতি
তবুও বুঝি না সবাই কেন চায় আমার ক্ষতি।
বারে বারে দেখেছি আমি অন্যকে সাহায্য করে
সুযোগ বুঝে বাঁশ দিয়েছে নিজের কাজটি করে।
অন্য কাউকে সাহায্য করে চাইনি কখনও কিছু
চাই শুধু করে না যেন সে আমার অহেতু।
আজকের এই সমাজে বন্ধু বড়ই এক আজব
সামনে থেকে দূর এগিয়ে ছড়াবে তোমার গুজব।
তোমার হাজার উপকার রাখবে নাকো মনে
কোন এক কারণ হেতু না যদি পারো রাখতে তার মান
বলবে তোমায় স্বার্থপর করবে হাজারো অপমান।
পরের কথা ছেড়ে দিয়ে বলি নিজের আশা
উপকারের বিনিময়ে চাই শুধু একটু ভালোবাসা।।
রচনাকাল : ৪/৪/২০১৯
© কিশলয় এবং Suvasis Hazra কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।