মুহূর্ত গুলো বারে বারে ভেসে ওঠে চোখের সামনে,
যেখানেই থাকি, যেখানেই যাই বারে বারে এসে আঘাত হানে এ নিঃসঙ্গ বিনিদ্র চোখে...
মুহূর্ত গুলো মুহূর্তের মধ্যে বদলে যায়,
বদলে যায় প্রেক্ষাপট, বদলে যায় সময় ও...
বদলায়না কিছু মানুষ, তার অন্তরাত্মা!
নদীর যেমন কূলের সাথে ভাব,
ভালবাসার সাথে আত্মার যোগাযোগ তেমনই!
সূর্যকে যেমন বিলীন হয়ে যেতে হয় সাগরের অতলে,
ভালবাসাও তেমন এসে মেলে আত্মার গভীরে!
শুধু মুহূর্তগুলো বদলে যায়,
বদলায় না অন্তরাত্মা!
প্রকৃত ভালবাসার ভাগ হয় না,
কিন্তু তুই ভাগ করে নিয়েছিস আমার ভালবাসা, আঙুলের চাপে অনেকের সাথে!
অভিশাপ দেইনি...
ওটা ছিল হৃদয় থেকে বেরিয়ে আসা ক্ষোব, গ্লানি, যন্ত্রণার, মুহূর্তের বহিঃপ্রকাশ!
ওটা ছিল সেই অপরিচিত কণ্ঠস্বরের রাত ভর যন্ত্রণার হাহাকার!
মুহূর্তগুলোর উপর এখন আর নিয়ন্ত্রন নেই...
ব্যাস প্রতিটা মুহূর্ত এখন যুগের সমান!
মুহূর্তগুলোর এখন কি করি ভেবে পাই না...
কি করলে শান্তি পাই? কি করলে আরাম পাই মনে? বলে দেনা...?
প্রতিটা মুহূর্ত আমায় ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে...পরে থাকে ভস্ম!
তোকে ছিনিয়ে নি এই দুনিয়ার থেকে, তোকে চেয়ে নি তোর থেকে...কোন মুহূর্তে কি কোরে যাই জানিনা...
বলনা চিনিস না আমায়? এখনও বুঝিস নি আমায়?
তাহলে কি সবটাই ছিল ছলনা? সেই কথা, সেই হাঁসি, সেই ভাললাগা...সবটাই ছিল ভুল?...
শূন্যতা আর অসহায়তা এখন মুহূর্তগুলোকে গ্রাস করে,
স্বপ্ন, বিশ্বাস, ভালবাসার গলা টিপে ধরে প্রতিটা মুহূর্ত...
চেয়েছিলাম নতুন জীবন...দিয়েগেলি অস্থিরতা, অসহায়তা, শূন্যতা আর হাহাকার!
বুকের খত বোজাতে গিয়ে নিয়ে এসেছি দগদগে ঘা!
শুধু মুহূর্ত গুলো বারে বারে বলে যায়...
এত ভালবাসা তোকে কেউ দেবেনা, দেয়নি কখনও...।।
০১-০৮-২০১২
৩:৩৬ AM
রচনাকাল : ৩১/৭/২০১২
© কিশলয় এবং Mr. Nemo কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।