এখন মধ্য রাত,
নিস্পলক চোখে ভেসে ওঠে সেই দিনগুলো,
মনে পরে যায় তোমার বলা সেই কথাগুলো...
বলেছিলাম “তুমি কি কাওকে ভালোবাসো? ভাললাগে কাউকে?”
উত্তর এসেছিল “না”!
তারপর সময় গড়িয়েছে নেশাতুর চোখে, ভাললাগা আর ভালবাসার আবেশে,
প্রতিদিন প্রতিটা মুহূর্ত উত্তরোত্তর বেড়ে চলে সেই ভালবাসা...
তোমার বলা আর তোমায় দেয়া সেই কথাগুলোর উপর ভরসা করে স্বপ্ন সাজিয়েছিলাম,
হারিয়ে যাওয়া বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা গুলো আবার রঙিন করে তুলেছিলাম বুকের রক্তে!
সময় চেয়েছিলে...সময়...
আমি দিন-রাত এক করে শুধু সাজিয়েছি স্বপ্ন,
তোমায় নিয়ে...তোমার সাথে...সারা জীবনের স্বপ্ন,
কত কিছুই না দেব, কতই না হাসবো...
পাগল মন শুধু ভেবে গেছে...,
দেখতে দেখতে নিজেকে নিয়ে গেছি এমন এক খাঁদের ধারে,
যেখান থেকে আর ফেরার পথ নেই...
বলনা কেন তবে দিলিনা ভালবাসার সার্থকতা?
এত দিন পর এত সহজে বলে দিলি “ভালবাসি অন্য কাউকে!”?...
কেন বুঝলি না আমায়?
তবে কি সবটাই ছিল............??
দম বন্ধ হয়ে আসে,
বুকটা ফেটে যায়...
তোর মুখটা ভেসে ওঠে প্রতি মুহূর্তে, প্রতিটা মুহূর্তে,
চোখের সামনে শুধু দেখি মৃত্যুর হাতছানি!
জানিস আমার কাছে ‘ভালবাসার’ অর্থ এখনও তাই ই আছে,
এখনও মন কেই অগ্রাধিকার দেই, শরীর কে না!
আমি একই আছি...বদলাই নি একটুও,
সেই ‘আমি’ই আছি, যে তোর কাছে ছিল ‘ভাল...খুব খুব ভাল’!
ফিরে আয়...দেখে যা, কান পেতে শুনে যা,
আমার শরীর, মন, আত্মা সবেতেই বিরাজমান ‘তুই’!
..............................
শুধু একবার বলে যা “ভালবাসি তোমায়”।।
০৫।০৮।২০১২
রচনাকাল : ৫/৮/২০১২
© কিশলয় এবং Mr. Nemo কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।