জানিনা ভুল কি হয়েছিল...
কেন এমন করে দূরে গেলে চলে?
বলে গেলে না? হয়েছিল কি কোন অপরাধ?
দুঃখ, কষ্ট, বেদনা ... যদি এগুলো অপরাধ হয়...
তো আমি অপরাধি, আমি যে এ সবই অনুভব করি প্রতি মুহূর্তে!
ভালবাসা যদি অপরাধ হয়...
তো আমি অপরাধি, আমি যে ভালবেসেছি...জীবন বিপন্ন করে,
শরীর এর প্রতিটি রক্ত বিন্দু দিয়ে ভালবেসেছি!
হৃদয়ে,অন্তরে,শরীর এর প্রতিটি শীরা-উপশিরা জুড়ে রয়েছিলে তুমি,
আছ আর আগামী দিনেও থাকবে!
লোকে বলে ‘দেভদাস’ উপন্যাসেই শোভা পায়,
বাস্তব জীবনে এমন ভালবাসা হয়না!
এ মনের গভীরতা তারা কি জানে?...
একটিবার আমার চোখের পানে চেয়ে দেখলে বুঝতে...
দেখতে সেখানে তোমারই প্রতিচ্ছবি...
বুকের ভেতরে একবার উঁকি মেরে দেখলে দেখতে পেতে...
সেখানে শুধুই আছ তুমি আর তুমি আর তুমি!
দমকা হাওয়া এসে ভেঙে দিয়ে যায় তাসের ঘর...
তিল তিল করে গড়ে ওঠা আশা,ভরসা গুলো
ভেঙে গুড়িয়ে রক্তাক্ত হয়ে লুটিয়ে থাকতে দেখি মাটির উপরে!
শুধু বাকি জীবনটা বয়ে বেরাতে হবে সেই প্রশ্ন গুলো...
কেন এমন হল? কেন দিয়ে গেলে এ নরক যন্ত্রণা জীবনভোর?
যাবার বেলা তোমাকে শুনিয়ে যাই তোমারই গান...
“তোমা ছাড়া আর এ জগতে...মোর কেহ নাই কিছু নাই গো”।।
29.07.2012
3:00 AM
রচনাকাল : ২৮/৭/২০১২
© কিশলয় এবং Mr. Nemo কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।