তুমি দূর্জয় তুমি নির্দয় তুমি কম্পমান, তোমার ভয়ে পৃথিবীর অনেক স্থান হয়েছে আজ শ্মশান। তুমি আঘাত, তুমি ব্যাঘাত তুমি আতঙ্ক, তোমার ভয়ে অনেক মানুষই হয়েছে সর্বস্বান্ত। তোমার আঘাতে বহু মানুষ হয়েছে ঘরছাড়া, তোমার জন্যে কত মা হয়েছে শিশুহারা। তুমি নির্মম তুমি নিষ্ঠুর তুমি আজও বিদ্যমান, কি চাও তুমি? গোটা এ পৃথিবীকে করতে শ্মশান? দোষ কেবল একা তোমারই নয় জানি, আমাদের অপরাধ ক্ষমার অযোগ্য তাও বলি একটু রেহাই দাও তুমি।।রচনাকাল : ১১/৮/২০১৯