মাঝে মাঝে সময় আসে যখন খুব প্রশ্ন করতে ইচ্ছে হয়- অন্যকে না, নিজেকে।
কিন্তু অনেক উত্তরের প্রচন্ড উপস্থিতির জন্য প্রশ্নগুলোর ঘুম ভাঙ্গাতে ইচ্ছে হয়না। ঘুম ভাঙ্গা প্রশ্নগুলো বড্ড বদমেজাজী হয়, উত্তরের তোয়াক্কা করে না। নিজের অস্তিত্বের অহংকার টিকিয়ে রাখতে উত্তরের টুটি চেপে ধরে। অনেক উত্তরের প্রচ্ছন্ন উপস্থিতির মাঝে নিজে রহস্যের জাল বুনে যায়। উত্তরগুলোর কর্তৃত্ব স্বীকার করে না অবচেতন মন।
অতঃপর সচেতন মন জন্মের দোষ বয়ে বেড়ায় জন্মহীন একগুচ্ছ ভিন্ন ভিন্ন উত্তর...
রচনাকাল : ১৮/৮/২০১৯
© কিশলয় এবং রিপন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।