এক বনে দুই পাখি ছিল। তাদের নাম ছিল টিম র রিম। তারা খুব বন্ধু ছিল। একদিন তারা আকাশে উড়তে উড়তে হঠাৎ দুজনে পথ হারিয়ে ফেলল। টিম গেলো শীতের দেশে। সেখানে ভারী ঠান্ডা।সেখানে লোকজন খুব ব্যস্ত। কার ও দু দণ্ড কথা বলার সময় নেই। রিম গেলো আরেক দেশে। সেখানে আবহাওয়া মনোরম । সে হঠাৎ দেখলো একটি বাচ্চা মেয়েকে। কাঁধে তার ভারী ব্যাগ। পড়তে যাচ্ছে সে। মেয়েটি বললো তার নাকি কোনো খেলার সময় নেই। শুধু পড়া আর পড়া । আর একটু এগিয়ে দেখলো এক কৃষক কাঁদছে আর গিন্নিকে বলছে যে মহাজনের ধার শোধ করে হাতে বেশী টাকা আর অবশিষ্ট নেই। দু মুঠো চাল কেনার ও পয়সা নেই।আবার দেখলো পাশের বাড়ির থেকেই কি সুবাস! পায়েসের গন্ধ আসছে। সে ভারী অবাক হলো। এ কেমন দেশ? যেখানে একজনের অনেক থাকলেও অন্যজন অনাহারে মরে? যাই হোক এভাবে যেতে যেতে সেও খুব ক্লান্ত হয়ে পায়ে আঘাত পেল। হঠাৎ দেখলো একটা বাচ্চা ছেলে এসে তাকে বাটিতে করে জল দিল, খাবার দিল। তার পায়ে ব্যান্ডেজ করে দিল। তার খুব ভালো লাগলো। তখন মনে হলো সবাই খারাপ না।সে একটু সুস্থ হয়ে আবারও টিম কে খুঁজতে চললো। ওদিকে টিম ও তাকে খুঁজতে খুঁজতে তার কাছেই এলো। দুজনের আবার দেখা হলো। তখন তারা একসাথে নিজেদের বনে ফিরলো। তারা দুজনেই তখন মনে ভাবলো যে "আমরা এই বেশ ভাল আছি। আমাদের আলাদা করে না আছে কোনো স্বাধীনতা দিবস, না আছে আলাদা কোনো দেশ। সারা পৃথিবীই আমাদের ঘর। মনের আনন্দে একসাথে বাঁচি, উড়ে বেড়াই। আমরা এমনই খুশি।
রচনাকাল : ১০/১/২০২১
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।