তোমার অনেক পরিবর্তন হয়ে গেছে ....
যখন শুনি তখন খুব অবাক লাগে !!!
সময়ের সাথে তো মানুষের পরিবর্তন অনিবার্য !!
তুমি ও কি এক আছো ?
ভেবে দেখো ...
কোথাও না কোথাও তোমার ও পরিবর্তন হয়েছে ..
পরিবর্তন ভালোর জন্য হলে ক্ষতি কি ?
আমি জানি তুমি আমার পরিবর্তনে খুশি নও ...
রান্নাঘর ...আমার উপযুক্ত জায়গা...
আমি তো এইভাবেই এসেছি তোমার কাছে ...
তোমার ভাবনা একেবারে সঠিক ..
কিন্তু আমি ....
আমার ভাবনা !!!
যারা আজ পাখনা মেলতে চায় ..
তাদের অধিকার নেই তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু ভাবার ..
জানি আমি ...
আমি তো সাধারণ গৃহে বন্দি বধূ ...
আমার ইচ্ছেগুলোকে গ্যাসের আগুনে জ্বালিয়ে ...
তোমার মনের মতো করে রান্না করে খাওয়ানোই তো ...সহধর্মিনীর প্রকৃত ধর্ম !!!
দেখো কোথায় আমার পরিবর্তন হয়েছে ?
পাখা মেললেই তো মেলা যায় না ...
বললেই তো পরিবর্তন করা যায় না !!
যেটুকু দেখছো আমার পরিবর্তন ...
আসলে তুমি মেনে নিতে পারছো না ...
তুমি তোমার মতো আমাকে চাইছো ...
তাই কি হয় !!! সত্যি কথা বলতো ..
তুমি কি নিজেকে পরিবর্তন করে আমার মনের মতো হতে পেরেছো ?
রচনাকাল : ১৫/৩/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।