এই মেয়েটা স্বপ্ন দেখছিস ?
দেখিস না রে ...
স্বপ্ন দেখা মানা তোর ...
তোর ভাবনা গুলোকে মনেই বন্দি রাখ ...
সময় এ যখন করিস নি ...এখন আর ভেবে লাভ নেই ...তুই যা ছিলি তাই থাক...
বেশি পাখা মেলিস না ...
তোর পাখা কেটে দেওয়া হবে ...
কি সাহস তোর !!!
একটু আকাশ দেখার সুযোগ পেয়েছিস জানলার ফাঁক দিয়ে ...
তাতেই সেই আকাশে পাখনা মেলার সাহস দেখাচ্ছিস !!!
জানিস না বুঝি ...
তোকে না আছে স্বপ্ন দেখানোর কেও ...
না আছে তোর সেই স্বপ্নের সাথী ...
প্রতি পদে পদে বাধা আসবে ...
পারবি তো সেই বাধা টপকাতে ?
পারবি তো অদম্য সাহসে ভর করে এগিয়ে চলতে ?
শুধু নিজের ইচ্ছেকে সাথে নিয়ে লক্ষস্থলে পৌঁছাতে ?
পৌঁছালে বলিস আমি যাবো তোর সাথী হয়ে ..
রচনাকাল : ১৫/৩/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।