জ্বলছি আমি ...
চোখের সামনে দেখছি মন টা পুড়ে ছাই হয়ে যাচ্ছে....
সারা অঙ্গ জ্বলছে ....
ইচ্ছে নেই বাঁচার !!!
বেঁচে কি লাভ বলো ?
অনেক হলো দেখা ..
ভালো - মন্দ , ঘাত - প্রতিঘাত ,
পরিবার - পরিজন সব চেনা হলো !!!
সব তো মুখোশ ধারী !!!
কত আর টেনে টেনে মুখোশ খুলবো বলো ...
আজ আমি ক্লান্ত !!
পারছি না আর লড়তে , হার মানছি জীবনের কাছে ,
আর কত করবো সহ্য !! আমি তো ভগবান নই ...
মানবী, আমার তো সহ্যের সীমা আছে !!
আমি আর পারছি না !!!
সম্পর্কের পোস্টমর্টেম দেখতে দেখতে ...
আজ আমি ক্লান্ত !!!
প্রিয়জনের আঘাতে আজ আমার মন জ্বলছে...
পুড়ে ছাই হতে বাকি আছে !!!
ওই ছাই টুকু নিয়ে বেঁচে থেকে কি লাভ !!!
শুধুই লাশ বয়ে বেড়ানো|
আমি জ্বলছি আপনজনের প্রতিহিংসায় !!!
আমি আর পারছি না !!!
মুক্তি চাই ... দেবে আমাকে আমার মতো করে মুক্তি ?
রচনাকাল : ১৫/৩/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।