ভালোবাসাটা আজ ছন্দহীন !
সংসারটা ও যেন বর্ণহীন !
মনে হয়েছিল এখানে আমার বলে হয়তো কিছু থাকবে ..
আজ যেন সেগুলো মনেতেই বিলীন ..
ভাবনার তো লাগাম নেই ..
তাই বুনেছিলাম স্বপ্ন সুখের সংসারের ,
আমি হলাম সংসারের বোঝা বয়ে নিয়ে যাওয়া
এক নির্বাক কর্মী ,
যার কোনো ভালো লাগা , মন্দ লাগা নেই !
সকলের মন রাখতে রাখতে আজ আমার মন
বলে কিছু নেই !
আমি কি করতে ভালোবাসি ...
আমি কি খেতে ভালোবাসি , কেও রাখে না খোঁজ ..
আমি কিন্তু আশ্রিতা ...একটু এদিক- ওদিক হলে আমার আশ্রয় চলে যেতে পারে |
সারাদিন সিঁটিয়ে থাকি ঘরের এক কোনে ,
এই রান্নাঘর , বৈঠক খানা , শোবার ঘর ,
আমিই গুছিয়ে রাখি , অথচ শারীরিক ক্লান্তির জন্য
করতে না পারলে লাঞ্ছনা গঞ্জনা বর্ষিত হয় আমার ওপর , এইটা আমার প্রাপ্য , সংসার থেকে |
মান - সম্মান সে তো যখন বাবার বাড়ি থেকে এসেছি , সেখানে ফেলে রেখে এসেছি |
আমরা বোধহয় মানুষ নোই অথবা অতি মানবী জাতীয় কিছু |
যতদিন বাঁচবো নানারকম চরিত্রে হাসিমুখে সূচারুতার সাথে অভিনয় করে যাওয়াটাই বোধহয়
আমাদের ভালো থাকার একমাত্র উপায় |
নিজেকে অন্যের কাছে অর্পণ করে সবটা বিলিয়ে দেওয়াই একজন আদর্শ নারীর ধর্ম !
সমাজ তো তাই বলে ..
জাগো নারী জাগো ...আর কতদিন পুরুষ শাসিত সমাজের পদাঘাতে নিজের ইচ্ছেগুলো দীর্ঘশ্বাস ফেলবে ?
রচনাকাল : ২/৪/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।