• সংকলন

    নারী-কথা


আত্মকহন
ঝিমলি ব্যানার্জি
দেশ : India , শহর : দুর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩৩ টি লেখনী ৩৬ টি দেশ ব্যাপী ২৩৮২৫ জন পড়েছেন।
ভালোবাসাটা আজ ছন্দহীন ! 
সংসারটা ও যেন বর্ণহীন !
মনে হয়েছিল এখানে আমার বলে হয়তো কিছু থাকবে ..
আজ যেন সেগুলো মনেতেই  বিলীন ..
ভাবনার তো লাগাম নেই ..
তাই  বুনেছিলাম স্বপ্ন সুখের সংসারের , 
আমি হলাম সংসারের বোঝা বয়ে নিয়ে যাওয়া 
এক নির্বাক কর্মী ,
যার কোনো ভালো লাগা , মন্দ লাগা নেই !
সকলের মন রাখতে রাখতে আজ আমার মন 
বলে কিছু নেই !
আমি কি করতে ভালোবাসি ...
আমি কি খেতে ভালোবাসি , কেও রাখে না খোঁজ ..
আমি কিন্তু আশ্রিতা ...একটু এদিক- ওদিক  হলে আমার আশ্রয় চলে যেতে পারে | 
সারাদিন সিঁটিয়ে থাকি ঘরের এক কোনে , 
এই রান্নাঘর , বৈঠক খানা , শোবার ঘর ,
আমিই গুছিয়ে রাখি , অথচ শারীরিক ক্লান্তির জন্য 
করতে না পারলে লাঞ্ছনা গঞ্জনা বর্ষিত হয় আমার ওপর , এইটা আমার প্রাপ্য , সংসার থেকে | 
মান - সম্মান সে তো যখন বাবার বাড়ি থেকে এসেছি , সেখানে ফেলে রেখে এসেছি |
আমরা বোধহয় মানুষ নোই অথবা অতি মানবী জাতীয় কিছু | 
যতদিন বাঁচবো নানারকম চরিত্রে হাসিমুখে সূচারুতার সাথে অভিনয় করে যাওয়াটাই বোধহয় 
আমাদের ভালো থাকার একমাত্র উপায় | 
নিজেকে অন্যের কাছে অর্পণ করে সবটা বিলিয়ে দেওয়াই একজন আদর্শ নারীর ধর্ম ! 
সমাজ তো তাই বলে ..
জাগো নারী জাগো ...আর কতদিন পুরুষ শাসিত সমাজের  পদাঘাতে নিজের ইচ্ছেগুলো দীর্ঘশ্বাস ফেলবে ?  
রচনাকাল : ২/৪/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 14  Germany : 2  India : 147  Iran, Islamic R : 1  Ireland : 32  Japan : 5  Norway : 1  Saudi Arabia : 8  Sweden : 9  
Ukraine : 7  United Kingdom : 6  United States : 242  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 14  Germany : 2  India : 147  
Iran, Islamic R : 1  Ireland : 32  Japan : 5  Norway : 1  
Saudi Arabia : 8  Sweden : 9  Ukraine : 7  United Kingdom : 6  
United States : 242  
পরিচিতি -
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          


© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আত্মকহন by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.