আমার কোনো অস্তিত্ব নেই !
আমি যেন ঝরে যাওয়া হলুদ রঙের পাতা ..
আমি শেষ হয়ে যাওয়া বসন্ত !
আমি কে জানো ?
প্রতিটা মেয়ের অন্তরাত্মা !
আমি প্রতিদিন কিছু না কিছুতে আঘাতে ক্ষতবিক্ষত
হই !
অবশ্য তাতে কারোর কিছু যায় আসে না ..
স্বামী চায় সময় মতো পরিষেবা ..
প্রেমিক চায় সে যখন অবসরে থাকবে আমিও যেন
অবসরে থাকি সে সময় শুধুই তার হয়ে .
ছেলে চায় মা তাকে সময় দিক ..
অথচ আমার কথা ভাববার কারোর সময় নেই !
কেও জানতে চায় না আমার কি ভালো লাগে ..
কেও বলে না এসে আজ তুমি বলো আমি শুনবো ,
আবদার ভুলেই গেছি করতে !
এখন তুমি সমজদার গৃহিনী ..
নেকামি তোমার সাজে না ,
এমা !! তাই তো !
আমরা তো ঘর গোছানো , রান্না করা , ছেলে মানুষ করা , পরিবার দেখাশোনা করা এইটাই কর্তব্য |
আমাদের মনের ভিতরের কষ্টগুলো বলতেও মানা আছে , কেও বললেও শোনা যাবে না ,শুনলে পরে প্রচুর সময় দেখছি তোমার , আসে তির্যক উক্তি !
ফোন কথা বলা বারণ , ফেসবুক , হোয়াটস আপ , সব বারণ !
হাতে দেখলেই দুটো ভুরু একজায়গায় ..
যত সব অকাজ ! আরো কত কি শুনতে হয় !
বলি এই মেয়ে অনেক শোয়েছিস কথার জ্বালা ..
আর করিস না সহ্য ..
মরার আগেই নাহয় এক বারের জন্য হলেও জ্বলে ওঠ শেষ বারের মতো |
কর প্রতিবাদ একবার হলেও ...
জানিয়ে দে তুই ও ফেলনা নোস ..
তোর ও আছে অভিমান , সম্মান |
পারে না সবাই পদাঘাত করে মেরে ফেলতে !
বুঝিয়ে দে পুরুষকে তুই ও কম নও কোনো অংশে ,
তুই ও পারিস অসম্মানের জবাব দিতে ..
তুই ও পারিস একলা চলতে ..
দেখিয়ে দে তো মেয়ে কেমন তোর মনোবল |
তোর অদম্য ইচ্ছের জয়ের শঙ্খনাদ বাজুক পুরুষের
শাসিত এই সমাজে |
রচনাকাল : ২/৪/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।