বলি তাহলে শোন ..
একদম দিয়ে মন .
এই লকডাউন এ করছি সারাদিন ঘরের কাজ ..
কাজের লোক নেই তাই মাথায় পড়েছে বাজ ...
চলে সারাদিন খুটখাট মোবাইল নিয়ে ...
আড্ডা , লেখালিখি ,
সাথে চলে কোরোনার আতঙ্কের মাখামাখি |
জানি আছে মৃত্যু ভয় ..
সবকিছু ঠিক হয়ে যাবে মন শুধু কয় |
সপরিবারে সময় কাটাচ্ছি ঘরে ..
ছেলেকে বলছি , একটু বই এর মুখ দেখ ওরে |
এখন শুধু জানলার ফাঁক দিয়ে বাইরেটা দেখার স্বাধীনতা ..
হায় রে ! এ কেমন অধীনতা !
আসবে ফিরে ঠিক সেই দিন ..
দু হাত মেলে নির্মল বাতাসে নিশ্বাস নেবো যেদিন |
রচনাকাল : ২/৪/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।