আজি নবপ্রভাতে নবসাজে নবজাগ্রত দিপ্ত সূর্যদ্বয়
আঁধারেরও গায়ে পড়িছে লুটে হায়! কোন সে সুখেরও মায়ায়।
ঘামে ভেঁজা শরীরের দুর্গন্ধ যখন বাতাসে যায় মিশে।
বনের ভিতরে সেই গন্ধ পায় মাংসাশী নেকড়ে।
লুকিয়ে রাখি নরম শরীর গাছের বাকলে।তবুও কি তার রক্ষা আছে হিংস্রথাবায়।
আকাশের পানে চেয়ে কাঁদি বাঁচবার তরে।মেঘভেঙে আসেনা তবুও ঐশীশক্তির নির্দেশিকা।
বিশ্বব্রহ্মান্ডের পরম সৃষ্টিকর্তার অবমাননাকারী।
স্বর্গচ্যুত হওয়া স্বর্গের চিরসুখ হতে
সর্বশক্তি প্রয়োগে পরাজিত হওয়া সৈনিক
নিক্ষিপ্ত নর্দমার কীট শয়তানরুপী বিপথগামী।
আদিমাতাকে যে বিভ্রান্ত করেছে ছলনাছকে।
যারফলে মত্যলোকে নিক্ষেপ করেছে উলঙ্গরূপে।
দুমেরুর মধ্য চলেছে জয়লাভের সংঘর্ষ
সেদিন হতে স্রষ্টা-সৃষ্ট ও শয়তানের অবাধদ্বন্দ।
রচনাকাল : ২৬/৩/২০১৯
© কিশলয় এবং এস এম মনির কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।