সকালের মিষ্টি রোদে একটু গা এলিয়ে
শুয়েছিলাম,আকাশে চোখ তুলে
হঠাৎ বুকটা ভারি ভারি মনে হলো
যেন মস্ত একটা পাহাড় চেপে আছে।
এ আমি কি দেখছি!
জগদিশ্বর স্বয়ং নিজেই এসেছেন
পা তুলে দিতে আমার সংকীর্ণ বুকে
এও কি সহ্য হয় তাঁর-
কিৎক্ষন রক্তচক্ষুতে তাকিয়ে আমার পানে
মলিন মুখের চাহনি দেখা শেষ।
বজ্রকণ্ঠে কিছু বলতে চাওয়ার ঝোকে
মগের মুল্লুক পেয়েছিস বেটা।
হৃদপিন্ডটা বেরিয়ে যেতে চায় মুখ দিয়ে
দিক-বিদিক জ্ঞনশুন্য হয়ে।
হাত-পা শিধিয়ে গেছে পেটের মধ্যে
অনেক আগেই,অশ্রুপাত চোখে।
মার্জনা করো প্রভু হে ইশ্বর
আমি আশ্রিত তোমার।।
রচনাকাল : ৩০/১/২০১৯
© কিশলয় এবং এস এম মনির কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।