হেঁটে যাওয়ার রাস্তা শাড়ির সুতোয় জড়িয়ে, পৌষ মাসের অপেক্ষায়। যার পারাপার শুধুই অজুহাতে আটকে, কাঁচের গুঁড়োয়, তার পা কাটে না। শব্দের ঢেউয়ে গান তাল মেলায়; তবু ছন্নছাড়া হন্যে হয়ে ছন্দ খোঁজে। চায়ের কাপের ওম মেখে নেয় পুরনো চাদর। কচুরিপানার মেঘ সরিয়ে, গলির অবসান। পুকুর পাড়ে, চেনা নুপুর আর মুগ্ধ দুপুর ঠুকরে খাওয়ার অভ্যেস নাহয় পায়ের টানেই মাটি ছাড়ল। বিষের আবার কীসের ফল?রচনাকাল : ২/১/২০১৯