ওরা কি চায় ? বুঝতে পারছি না !
কেন বারবার আমাদের দূরে করে দিতে চাইছে ?
বুঝতে পারছে না, ওকে কেড়ে নিলে বাঁচব না ;
ওরা ভালোবাসার আর ভালোথাকার শত্রু ।
জানিনা কি ভুল করেছি ওদের কাছে ?
কি পাবে ফুলের মতো নিস্পাপ জীবনগুলো নষ্ট করে ?
এতো রিজ কাণ্ড দেখেও কি ওদের চেতনা হয়নি !
ওরা সমাজের আর মানবতার শত্রু ।
হয়তো বা ওদের হিংসে হয় এতো ভালোবাসা দেখে ।
নিজেদের বোঝাতে পারেনা - কিসের টানে আমরা পাগল ।
ওরা ভালবাসতে ভুলেগেছে , তাই মানতে পারেনা আমাদের ;
তবু আমরা কোনো কিছুতেই হার মানবোনা, কথা দিচ্ছি ।
আমাদের আর কিছু চাইনা গো, আমরা শুধু একটু বাঁচতে চাই
তোমাদেরই মাঝে হেসেখেলে থাকতে চাই তোমাদের হয়ে ।
আমরা তোমাদের শত্রু নই - শত্রু নই সমাজেরও ,
আমরা চাই সারাটা পৃথিবী জুড়ে ভালোবাসার সাম্রাজ্য ।
রচনাকাল : ১৯/১১/২০১২
© কিশলয় এবং অরিন্দম মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।