ইশারা উত্তম পড়ালী গহীন রাতের ছায়া মেখে একা জেগে থাকি কোন রাত পরী দের ইশারায় চারিদিকে ঘন কুয়াশা, দু একটা তারার জলে হঠাৎ করে নিভে যাওয়া, সনীগধ মনের আসতাকূড়ে ভরে ওঠে পূরানো সৃতির জঞ্জালে ধীরে ধীরে আমি হারিয়ে যাই অসতাচলের ডাকে. রাত আরো গভীর হয়,অমাবস্যা জাগে একা চঁ।দ সজল নয়নে ক্ষনিকের জীবন মাগেরচনাকাল : ১৪/৩/২০১৩