পাঞ্চালির রক্তশুন্য বুকে নবীন দুর্যধনের বস্ত্রহরণ আজও থামে নি , রমনীর মরুবুকের তৃষ্ণা সতন্ত্র অভিলাসী পদচরণ আজও হয় নি, আজও কেউ গৃহকোণে সুখী কিনা জানে না সেই বোধ হয় নি এক সুখী স্বপ্ন বুকে করে সন্তানের মতন লালিত বহু হৃদয় সুখী হয় নি তবু তারা হাসে, কাঁদে স্বপ্ন বুকে বাঁচে শতাব্দী চলে যায় আসে আর রমনীর হৃদয়ে স্বপ্ন বুকে বাঁচেরচনাকাল : ১৮/৩/২০১৩