আর একটা প্রেমের কবিতা লিখব বলে
বসে ছিলাম কলম হাতে করে।
মাথায় ছিল এক রাশ চিন্তা
কবিতার বদলে ঘুরছিল খালি তোমার নামটা।
জানলার বাহিরে চড়াই পাখির উৎপাত
করছিল কবিতায় ব্যাঘাত ।
মাথার উপর ঘুরছিল যে পাখাটা
আমার সাথে যেন করছিল মশকরা ।
এক ছুটে পালিয়ে ছাদে গিয়া
মারলাম ঝাপ তোমার নাম নিয়া।
হাত পা বেঙ্গে হলাম চিত্পাত
সোজা গেলাম হসপিটালের বেডেতে।
তারপর তিন মাস বাদেতে
ফিরলাম আজ সকালেতে।
বসেছি আবার লিখতে
লেখা না হলে আবার দেখা হবে
হসপিটালের ওই বেডেতে।
রচনাকাল : ১৩/৯/২০১২
© কিশলয় এবং manas কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।