ফাগুন দিনের
রাঙা পলাশ
প্রানে বাজায়
নতুন সুর।
বাসন্তী বাতাস
ছড়ায় সুবাস
মন ছোটে যে
কোন সুদূর।
মন সওয়ারী
পথের বাঁকে
কখন থামে
কখন চলে।
ভাবনাগুলো
ক্লান্ত হয়ে
ঘুমিয়ে পড়ে
স্মৃতির কোলে।
সন্ধ্যাবেলার
দখিন হাওয়া
মনের মাঝে
ফাগুন আনে।
ফেলে আসা
চাঁদনী রাত
একলা জাগে
স্মৃতির সনে।
মনের কোনে
অতীত নেশা
আবীর লালে
হারিয়ে যাওয়া।
চল হারিয়ে
যাই জীবন
সঙ্গে নিয়ে
এই ফাগুয়া।
যা গেছে তা
যাক না চলে
নতুন ছন্দে
বাঁধবো বুক
রাগ বসন্তে
ভাসিয়ে প্রান
খুঁজুক সুখের
উৎসমুখ।
রচনাকাল : ৬/৩/২০১৩
© কিশলয় এবং Swapan Das কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।