সেদিন ওই নয়নের পারে দেখেছিলাম তারে
' মা ' বলে ডেকেছিলো যে ও মোরে ;
তার সেই ছোট্ট হাতের কোমল ছুঁয়ায়
পরম স্নেহে ছুঁয়েছিল যে আমার দুটি হাত !!
বলেছিলো কেঁদে "মা , তুমি থেকো পাশে মোর
আমি যে অবুঝ--তবু বুঝি তুমি যে আমার
বেশ ছিলাম যখন ছিলাম তোমার ছায়াতে
নিভে যেত তখন সব ভয় তোমার পরশে---
বাস্তব যে বড়ো নিঠুর মা--বুঝালো আমায় আলো ,
মা, নিয়ে নাও আমায় তোমার স্নেহের ছায়ায় --
রেখে দাও আমায় স্নেহের ভিড়ে লুকিয়ে তোমার আঁচলে
ভয় করে গো মা--মা, যেও নাগো কভু যে আমায় ছেড়ে !!!
.....অরুণিমা
রচনাকাল : ২৩/১১/২০১২
© কিশলয় এবং অরুণিমা চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।