কিছু না বলা কথা ,লুকোনো ব্যাথা
বোঝো তুমি?
তোমার উর্বর যৌবন ,তির্যক চাওনি
সে দৃষ্টিতে ভালোবাসা নেই
সুধু লোভ ঝরে
এক চিলতে মোমের আগুনে
যে স্বপ্ন ভাঙ্গে
তার শব্দ বাজে তোমার হৃদয়ে?
যেদিন নীল নদীতে বান এসেছিল
তোমার চোখ ভেজে নি
তুমি রুক্ষ বালির মোহনায় লেখা
আমার কবিতা
এক ফালি চাঁদ যখন ডেকে বলে
তার ভালোবাসা
তুমি তখন উত্তপ্ত এক বেলা
যার তাপ ঝরে আমার মুখে
তুমি বোঝো তার জ্বলা ?
আমার প্রেমিকা তুমি ,আমার জীবন
আমার রুপোলি বেলা
এক স্বপ্ন বুকে নিয়ে তুমি থাক
হাজারো মনের মেলা
রচনাকাল : ১/৩/২০১৩
© কিশলয় এবং ঋষি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।