বর্ষশেষের রাতে
নিয়মিত উন্মাদনার স্রোতে
ভাসছে শহর।
কিন্তু আমার অন্তর
ছেঁড়া ফাটা যন্তর,
চালসে চোখে
দেখছে তোকে
বলছে যে তুই চোর।
চুরি করেছিস আমার অনুভূতি,
কাটা ঘায়ে দিস্ সহানুভূতি।
ওর থেকে তুই দে আরো শাস্তি আমায়
কোনো অজানা পাপ কার্যের,
যা করেছি কোনো অতীতে
বিগত জন্মের চোরাগলিতে।
আমায় শাস্তি দে আজকে
এ দাবি মানতেই হবে তোকে!!
শেষ দাবি আমার ফাঁসিতে ঝোলার আগে।
আমি চাইনা বয়ে নিয়ে যেতে এই ভার
পরবর্তী জন্মে আমার।
চাইনা তোর উপস্থিতি
চাই শুধু সহমরণ
তোর সাথে আমার।
রচনাকাল : ৩১/১২/২০১১
© কিশলয় এবং তন্ময় বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।