ভিড় ভিড় ভিড় আজ কত ভিড়
শোকসভা আজ জমে ক্ষীর
উথলে পড়ছে কত স্মৃতি
শুধু মোড়ক মারা বিকৃতি
সবাই জানে বলবে না
স্বীকার করা যাবে না
কারন এটাই যে ভদ্রতা
ছাপ মারা সভ্যতা
কেবল হাসছে সেই দেবতা
ছবিতে ঝুলছে যার মালা
যার জন্য এই মৌনতা
বিক্ষিপ্ত বিষন্নতা
এরপর ছিটবে বাতাসা
হরির লুটে কাকেরা তাই ঠাসা
আসলে সবটাই ভাড়া করা
আসলে সব দেখনদারি
নাম কেনা আজ জরুরী
জনতা করবে দরাদরি
কার ওজন বেশি ভারি
আমার কথা ঝকমারি
বিটকেল পাগলামি
কারো কাছে আঁতলামি
তবু একথা আমারি
নায়ক খুনি সবই আমি
কোন দৃশ্যে মরি আমি
কোথাও মারি আমি
এটাই আমার কর্তব্য
কুমোরটুলির শিল্প
গঙ্গা জলে গন্তব্য
আমার মন্তব্য...তোলাই থাক
Nov 4, 2012
রচনাকাল : ২/৯/২০১৪
© কিশলয় এবং তন্ময় বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।