LAST MANUSCRIPT
আনুমানিক পঠন সময় : ৪ মিনিট

লেখক : তন্ময় বিশ্বাস
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , জুন
প্রকাশিত ১৩ টি লেখনী ৪১ টি দেশ ব্যাপী ২৯১৩৩ জন পড়েছেন।
জীবনের প্রথম পরীক্ষায় fail দিয়ে আমার পড়াশোনা শুরু অর্থাৎ LAST BOY IN THE CLASS.
এরপর শুরু হল জীবনের ঘোড়দৌড়...TARGET আর TARGET কিন্তু কোনদিন-ই  achieve  
করতে পারলাম না। কিন্তু আমি খুশি ছিলাম, শুধু বছরের কয়েকটা দিন বাদ দিয়ে...যখন মাধ্যমিক 
আর HS এর result বেরত সেই সময়টুকু আমার কাছে বিভীষিকার মত ছিল...ধরে বেঁধে দেখানো
হত SUCCESS  কাকে বলে...প্রতি বছর SUCCESS এর নতুন নতুন definition 
আসতো আর তার নিচে চাপা পড়তাম। কিন্তু তলিয়ে যেতে যেতে আমি FIRST হতে থাকলাম...পেছন
থেকে পিছিয়ে যাওয়ার লড়াইতে। 


বাঙালি জীবনে mile stone জয়েন্ট এন্ট্রান্সে আমিও একটা mile stone পেলাম...
হা হা হা!! Mile stone ... হঠাৎ করেই বেরলো কথাটা, সত্যি ওটা Success থেকে অনেক 
মাইল দূরের একটা পাথরের নুড়ি ছিল। কলেজে ঢুকলাম , কলেজে শেষ সিট্‌টা আমার-ই হল...সেই 
last. যাই হোক সব মিলিয়ে আমি খুশি ছিলাম কারন খুশি থাকার চাবিকাঠিটা আমি পেয়ে গেছিলাম। 
ওই যে বললাম ঘোড় দৌড়, আসলে জীবনের দৌড়ে সব মানুষ-ই ঘোড়া, ঠুলি পরিয়ে  ট্র্যাকে নামানো হয় , 
শুধু সামনেই দেখে আর ওটাকেই জীবনের সবকিছু মনে করে...দেখনদারি, বাকচটুল না হলে 
YOU ARE BACKDATED। List থেকে delete করে দেওয়া হয়। কিন্তু তাই বলে তো 
আর অস্তিত্ত্ব delete হয়ে যায়না। ওরা বাকচটুল কিন্তু সোজাভাবে বলতে পারেনা, ঠারেঠোরে বোঝায়  
“you can’t be like us ...we are smart ... you are backdated”। 
এই জিনিষ গুলো দেখতে পেলাম কারন আমি ঠুলি না পরেই ট্রাকে নেমেছিলাম আর ওরা ছিল আমার ট্রাকের 
বাইরে। এদের কে পেছনে ফেলে আমি এগোলাম। কয়েকজন আমার মত এগোতে চেয়েছিল কিন্তু পারল না 
কারন আগে থেকে না বুঝে ঠুলিটা ওরা পরে নিয়েছিল, ইস্‌!! ওরা যদি একটু জোর করে ওটা ছাড়াতে 
পারত তাহলে আমি ক’জন সঙ্গী পেতাম...তবে তখন হয়ত এই একা থাকার আনন্দটাই পেতাম না। 
তবে একলা থাকলে য আনন্দে থাকা যায় তা কিন্তু নয়। আমারও কষ্ট হয়, অনেক সময় সব ছেড়ে
ছুঁড়ে পালাতে ইচ্ছাকরে... পালিয়েও যাই...মনে মনে। হয়ত এটাকে পাগলের পর্যায়ে অনেকে ফেলে 
কিন্তু একটু তলিয়ে ভাবো দেখবে প্রতিটা মানুষ-ই আসলে আপন জগতে পাগল... তুমিও try  করতে 
পারো... নতুন experience হয়ে যাবে হয়ত।

College life শেষ হতে চলল, আর এই সময় বড় ঘটনা হল প্রেম। Well প্রেম নিয়ে আমিও
অনেক Thesis করেছি...wait আমি কিন্তু এখনো single. আসলে এখানেও একটা 
competition চলে চোখের আড়ালে। অনেকেই ভাবে এই বয়সে প্রেম করা উচিৎ তাই আমিও করব, 
তারপর প্রেম ভেঙ্গে গেলে নিয়মমাফিক ভেউ ভেউ করে কাঁদতে হয় তাই কাঁদব কিন্তু ওরা বুঝল না 
যে প্রেম আসলে তৈরী-ই হয়নি...প্রেম নিয়ে অনেক বাড়াবাড়ি দেখে নিয়েছি!!
হয়তো তোমরা ভাববে এর জীবনে প্রেম আসেনি তাই অন্যের প্রেম সহ্য হচ্ছে না কিন্তু আমার কাছে প্রেমের 
সংজ্ঞাই আলাদা “If you love someone then make distance from her 
and feel the aroma of love, I don’t believe in so called 
love, they are born to die but this is immortal” ... এখন 
প্রশ্ন জাগবে কে সেই SOMEONE ... .হতে পারে সে তুমি। Try করে দেখতে পারো জীবনে 
ভালবাসার অভাব হবে না  Guarantee দিতে পারি আর life time warranty ও।

 Student life এ বন্ধু একটা বড় জিনিষ। কিন্তু আমি স্কুল শেষ করা পর্যন্ত এত বন্ধু পেয়েছি যে 
বন্ধু কথাটার মানেটাই গেছে ঘেঁটে। তবে বাস্তব জগত কে অনেকটা চিনিয়ে দিয়েছে ওই “বন্ধু”রা। তাই ওরাও 
আমার জীবনের একটা important part ... ঠুলি পরা ঘোড়া রা!! 
কলেজে বন্ধুর definition টা আবার অন্য রকম...এখানে অতটা মাথা ঠোকার মত কিছু নেই, 
নিজের দল তৈরী কর বিন্দাস  থাকো, আসলে এই দলবাজিটা যদি school life এ করা যেত তাহলে 
 ঠুলি পরা বন্ধুরা হয়তো আমায় backdated বলে list থেকে delete  করতে পারত না। 
সময় বলবে আমি বোকা তাই ওদের হারিয়েছি, আমি বলব বেশ করেছি!!

এই জিনিষ গুলো কেন জানিনা আমার মাথায় আজ হঠাৎ করে ঘুরতে শুরু করল, হঠাৎ করে ফেলে আসা 
দিনগুলো মনে পড়ে গেল। কিন্তু এই এক পাতা  লিখতে অনেক কাগজ নষ্ট করলাম...আসলে এত ঘটনার
থেকে সেরাটা বাছতে গিয়ে এত বার কাগজ বদল করতে হল। কিন্তু এত গুলো script change করে 
First হল সেই শেষেরটা অর্থাৎ LAST MANUSCRIPT.

[গল্পের বক্তা কাল্পনিক কিন্তু ঘটনার সাথে মিল অনেক বর্তমান চরিত্রের 
মনের ভেতর লুকিয়ে থাকা পোড় খাওয়া ইতিহাসের]
রচনাকাল : ৩০/৩/২০১২
© কিশলয় এবং তন্ময় বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 12  Bangladesh : 12  Bhutan : 12  Canada : 26  China : 137  France : 12  Germany : 29  India : 322  Ireland : 27  
Israel : 26  Korea, Republic of : 12  Norway : 12  Russian Federat : 1  Russian Federation : 31  Saudi Arabia : 3  Sweden : 12  Taiwan : 1  Ukraine : 45  United Kingdom : 15  
United States : 1403  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 12  Bangladesh : 12  Bhutan : 12  
Canada : 26  China : 137  France : 12  Germany : 29  
India : 322  Ireland : 27  Israel : 26  Korea, Republic of : 12  
Norway : 12  Russian Federat : 1  Russian Federation : 31  Saudi Arabia : 3  
Sweden : 12  Taiwan : 1  Ukraine : 45  United Kingdom : 15  
United States : 1403  


© কিশলয় এবং তন্ময় বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
LAST MANUSCRIPT by Tanmay Biswas is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup