কতদিন কবিতা লিখতে বসিনি।
কতদিন ঘুমচোখে মাতিনি রমণে
রমণীর ঘামে, ভোরের কুয়াশায় ভিজে।
নির্ভয়ে কতদিন কোনো ব্রিজে -
ওঠানামা, চুমু খাওয়া,
হাওয়া, বান্ধবীর চড় .....
চরাচর মিশে যাওয়া সমুদ্রসৈকত,
পায়চারি করিনা কতকাল।
ব্যর্থ খোঁজে বিষণ্ন, ফিরে গেছে -
শঙ্খ, ঝিনুক, অশ্লীল বিজ্ঞাপণ,
লেবেল ওঠা মদের বোতল;
মাদকতা!
মাদকতা-শুন্য মহুয়ার গ্লাস,
মহুয়ার ঠোঁট, খোলা পিঠ -
মাংসল, ডাগর। তবু নেশাহীন।
জলরেখায় আল্পনা আঁকিনি কতদিন!
রেখাপাত, বৃষ্টিপাতে ভুলে থাকি
গর্ভপাত না লেখা কবিতার।
নিহত ভ্রূণ কৈফিয়ত চায়!
না দেখা সূর্যোদয় দেয় অন্ধত্বের শাপ।
সাপের বিষে মিষ্টতা, মিষ্টতায় বুজে আসে চোখ।
হাজারের বাজারে সমাহিত আমি;
নীরব, নিস্পন্দ এ পৃথিবীতে আজ
তাণ্ডবনৃত্য হোক!
রচনাকাল : ৫/১০/২০১৮
© কিশলয় এবং আলমগীর বৈদ্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।