তোর জন্যই আমি ধন্য তাই এখন আর নই শূন্য
হয়েছি আমি মহারাজা তাই এখন আর নই নগন্য,
তোর ভালবাসায় জীবনের নতুন মানে খুজে পেয়েছি
খাদের কিনারা থেকে শক্তিতে বলীয়ান হয়ে ফিরেছি,
আজ তাই শুধু তুই, শুধু তোর জন্যই এই আমি
চোখ বুজে বলি তাই তোর ভালবাসা সবচেয়ে দামি,
তোর জন্য কত অপেক্ষা জমেছে বুক ভরা ভালবাসা
আয় না ফিরে-তুই যে আমার নিত্যদিনের স্বপ্নআশা,
ও বন্ধু তোকে ভালবাসি - ভালবাসি তোর বন্ধুতা
বাসবভাল আজীবন তোর জন্য আমার এই বারতা,
বন্ধুত্তের কখোনো হয়্না বয়স হয়্না কোন পদবী
আমাদের বন্ধুত্ত অটুট থাকবে চিরদিন একটাই দাবী,
ইটকাঠেরে শহরে একলা হলে তোর কথাই মনে জাগে
মন খারাপের সময়ে তোকেই মনে পড়ে সবার আগে,
ও বন্ধু আমার কভূ তুই যাসনি ভূলে এই আমাকে
এই আমিও কথা দিলাম ভূলবনা কোনোদিন তোকে,
বন্ধুত্তের সংগ্গায় আটকে তোকে ছোট করতে চাইনে
তুই যে এর থেকে ঢের বেশি কিছু তা এই মন জানে,
তুই বলেছিস তাই আজ আমি আর ফিরবো না বাড়ী
তোকে নিয়েই দেব জীবনের আকাবাকা শত পথ পাড়ী,
বন্ধু তোর জন্য পুষে রাখা মান-অভিমান দেব ছাড়ি
বন্ধু তোর মুখের হাসির জন্য তাই ভেঙে দেব আড়ী,
এই আমি কিন্তু যাচ্ছি চলে আমায় যেতে মানা কর না
ভয় পাসনে এমনিতেই বলেছি তোকে ছেড়ে সত্যি যাব না,
আশা নিরাশার দোলাচলে চরম সঙ্কটে তোকেই ভরসা করি
তোকেই নিয়েই তাই আমার পরম নির্ভরতার দেয়াল গড়ি,
বন্ধু তুই খুব ভাল থাকিস তোর জন্য একটাই শুভ কামনা
খোদার তরে মোর প্রাথনা পুর্ন হোক তোর সকল মন বাসনা ।
রচনাকাল : ১২/১০/২০১১
© কিশলয় এবং সৈয়দ ইউসুফ তাকি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।