তোমার চোখের অশ্রুগুলো আমায় দেবে?
জমিয়ে রাখতাম হৃদয় মাঝে
তোমার ওমন মন খারাপের সন্ধ্যারাতে
তোমার চেয়েও আমার ভীষণ কষ্ট লাগে।
তোমার এত হরেক রকম কষ্ট কিসের
আমাদের মাঝে দেয়াল তুলে
তোমা থেকে আমায় দূরে ঠেলে;
লালকষ্ট, নীলকষ্ট, কালো কষ্টের জমাট বাধা
ভেঙ্গে আমি গুড়িয়ে দেব কষ্টের দালান
গড়ব আমি সুখের বাড়ী পাহাড় সমান।
ওগো আমার প্রিয়তম ওগো মধুবালা
অমরত্ব খোঁজে নেবে আমাদের ভালবাসা
তবু কেন মনের রাজ্যে দুশ্চিন্তার বালিরেখা?
হয়তো বুঝতে পারো না তুমি কখনো
কল্পনার খাঁজে খাঁজে, হৃদয়ের প্রতিটি স্পন্দনে
মিশে আছ আমার শরীরের রন্ধ্রেরন্ধ্রে
আমার কল্পনায়, আমার ভাবনার মননে।
তোমার হরেক রকম কষ্টগুলি কিনব বলে
আজ আমি সওদাগর হতে পথে নেমেছি
কষ্টগুলি কিনব আমি ভালবাসার সুখের দামে
বেচঁবে আমায়, বেচঁবে তোমার কষ্ট রাশি?
------------------------১৫ই মে ২০১২
রচনাকাল : ২৫/৫/২০১২
© কিশলয় এবং সৈয়দ ইউসুফ তাকি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।