প্রেম
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : ভাস্কর সাহা
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , অক্টোবর
প্রকাশিত ১৫ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ২৮৩৬৭ জন পড়েছেন।
প্রেমিকা প্রেমিককে 
      বসে বলে পার্কে -  
ভীষণ বকেছে বাবা ,
      আমায় কালকে।
বাসস্টপে দেখে ফেলে 
      তোমায় আমায় - 
বাড়ি গিয়ে বাবা তাই 
      শুধায় আমায়। 
তোর সাথে ঘোরে ওই ,
      ছেলেটি কে ? 
আমি সোজা বলে দিই
      আমি চিনি নে। 
তোর সাথে ঘোরে সে , 
      তুমি চেনো না ! 
আমার চোখকে তুমি
     ফাঁকি দিও না।
ছেলেটি তো ভালো নয় , 
     নেই কালচার - 
তার বাবা নেশা করে , 
     মাকে মারে তার। 
ছেলেটির ও নেই কাজ
     করেনা কিছু - 
তবু তুমি ঘোরো কেন
     তার পিছু পিছু ।
রকে বসে থাকে সে
     পাড়ার দাদা - 
বছরেতে বার–দশ নেয় 
     কালীর চাঁদা । 
ছোট বড়ো জ্ঞান নেই , 
     সবে ধমকায় -  
একটু নরম পেলে 
     তাকে চমকায়।
পাইপগান হাতে সে
     বলে দেয় তাকে - 
বেশি নয়, দশ হাজার 
     দেবেন আমাকে ।
এমন ছেলেকে তুমি
     দিলে কেন মন ? 
বিয়ে তাকে করবে
     এ কেমন পণ ।
তাকে যদি করো তুমি
     আমার জামাই - 
তোমার সাথে মোর 
     রিলেশন্ নাই ।
প্রেমিককে এই কথা
     বলে প্রেমিকা - 
এখন কি করবে 
     বল তুমি তা।  
তোমাকে ছাড়তে হবে
     বোমা , পাইপগান-
তবে তুমি হবে মোর
     ধ্যান-জ্ঞান-প্রাণ  ।
রকে বসে দাদাগিরি
     আজ থেকে বন্ধ - 
কেউ যেন না বলে 
     তোমায় আর মন্দ । 
আজ থেকে করবে
     সৎ ভাবে কাজ -  
খেটে যদি খাও তুমি
     কেটে যাবে লাজ। 
এই ভাবে হও যদি
     তুমি ভালো ছেলে- 
তাহলেই মনে রেখো
     আমায় তুমি পেলে। 				
রচনাকাল : ২২/১০/২০১১
© কিশলয় এবং ভাস্কর সাহা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 42  China : 74  France : 32  Germany : 16  Iceland : 12  India : 360  Ireland : 37  Israel : 16  Japan : 1  Netherlands : 12  
Norway : 12  Romania : 1  Russian Federat : 15  Russian Federation : 21  Saudi Arabia : 9  Sweden : 12  Ukraine : 34  United Kingdom : 34  United States : 1523  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 42  China : 74  France : 32  Germany : 16  
Iceland : 12  India : 360  Ireland : 37  Israel : 16  
Japan : 1  Netherlands : 12  Norway : 12  Romania : 1  
Russian Federat : 15  Russian Federation : 21  Saudi Arabia : 9  Sweden : 12  
Ukraine : 34  United Kingdom : 34  United States : 1523  


© কিশলয় এবং ভাস্কর সাহা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রেম by Bhaskar Saha is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup