প্রেমিকা প্রেমিককে
বসে বলে পার্কে -
ভীষণ বকেছে বাবা ,
আমায় কালকে।
বাসস্টপে দেখে ফেলে
তোমায় আমায় -
বাড়ি গিয়ে বাবা তাই
শুধায় আমায়।
তোর সাথে ঘোরে ওই ,
ছেলেটি কে ?
আমি সোজা বলে দিই
আমি চিনি নে।
তোর সাথে ঘোরে সে ,
তুমি চেনো না !
আমার চোখকে তুমি
ফাঁকি দিও না।
ছেলেটি তো ভালো নয় ,
নেই কালচার -
তার বাবা নেশা করে ,
মাকে মারে তার।
ছেলেটির ও নেই কাজ
করেনা কিছু -
তবু তুমি ঘোরো কেন
তার পিছু পিছু ।
রকে বসে থাকে সে
পাড়ার দাদা -
বছরেতে বার–দশ নেয়
কালীর চাঁদা ।
ছোট বড়ো জ্ঞান নেই ,
সবে ধমকায় -
একটু নরম পেলে
তাকে চমকায়।
পাইপগান হাতে সে
বলে দেয় তাকে -
বেশি নয়, দশ হাজার
দেবেন আমাকে ।
এমন ছেলেকে তুমি
দিলে কেন মন ?
বিয়ে তাকে করবে
এ কেমন পণ ।
তাকে যদি করো তুমি
আমার জামাই -
তোমার সাথে মোর
রিলেশন্ নাই ।
প্রেমিককে এই কথা
বলে প্রেমিকা -
এখন কি করবে
বল তুমি তা।
তোমাকে ছাড়তে হবে
বোমা , পাইপগান-
তবে তুমি হবে মোর
ধ্যান-জ্ঞান-প্রাণ ।
রকে বসে দাদাগিরি
আজ থেকে বন্ধ -
কেউ যেন না বলে
তোমায় আর মন্দ ।
আজ থেকে করবে
সৎ ভাবে কাজ -
খেটে যদি খাও তুমি
কেটে যাবে লাজ।
এই ভাবে হও যদি
তুমি ভালো ছেলে-
তাহলেই মনে রেখো
আমায় তুমি পেলে।
রচনাকাল : ২২/১০/২০১১
© কিশলয় এবং ভাস্কর সাহা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।