বেকার যুবক আমি
সমাজে নেই কোন মুল্য,
সোনা ছুঁলে ছাই হয়ে যায়
কবে হবো স্বকারের সমতুল্য..............!!
সবার কাছে মাথা ঝুকাই
ভাগ্য বদলের তাড়া,
কপালে ঠক ঠকাই
পরিহাস এর ফাঁদে পড়েছি ধরা............!!
সময়ের কাছে
দাবি অনেক আছে
স্বপ্ন ভাঙতে থাকুক
পথ ক্লান্তি ভুলে-সাথী আসুক..................!!
বিধাতার কাছে
চাওয়া-পাওয়ার কিছু নাই,
দিয়েছে জন্ম - দিতে পারেনি কর্ম
জন্ম পেয়ে ধন্য আমি
বুকে ক্ষোভ রেখে বলি
আর কি আমার চাই .................!!
কষ্টের পথ পিষ্ট জীবন,
হাহুতাশ মন
কবে পাবো সুখের মরন..............!!
চাওয়ার-পাওয়ার হিসেব-নিকেশ
হয়তো শেষ হবে না,
পাওয়ার খাতা ভরে যাচ্ছে
বন্ধ হবে কিনা জানি না..........!!
জীবন-যুদ্ধে অস্ত্র বিহিন
বিধাতাও বুঝি অন্ধ,
যেদিন হবো বস্ত্র বিহিন
সব পাওয়া হবে বন্ধ...............!!
রচনাকাল : ২০/১২/২০১১
© কিশলয় এবং শান্তনু পানিগ্রাহী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।