আমি তোমার জন্য লিখি না, মাথায় হাত রেখে প্রেমের জন্য আর কাঁদি না, তোমার হাসি দেখে-আমার হৃদয় আর আগের মতো নাচে না ... !! আমি ঘাতক হতে পারি কিন্তু তোমায় আঘাত করিনি, আমি খুনি হতে পারি কিন্তু তোমার প্রেম কে মারিনি, হতে পারি রক্ত পিপাশু তবুও প্রেমের রক্ত খাবো না...... নাইবা পেলাম তোমায় তবু রেল লাইনে মাথা দেবো না.........!!রচনাকাল : ২৪/১২/২০১১