গ্রাম গঞ্জ নতুবা পথে ঘাটে,
আমি বিক্রেতা নিঃসঙ্গ হাটে ।
কেউনেই,শূন্যতায় কুঁকড়ে মন,
ফিরি একা লুকিয়ে বিসন্ন আবরন ।
বন্ধ ঘরে কেঁদে কেঁদে একা বাঁচি
উনুনের ঘটি বাটি শুনশান,
বারান্দায় ঘুমিয়ে শুকনো আঁচল
নিজ প্রতিচ্ছবি হয়েছে পরিনত শব
গালে হাত পথ চেয়ে একটা দলবল
খাচ্ছে চিবিয়ে ভনভন মাছির দল ।
যত নস্টের গোড়া রিতি নিতি খোঁড়া
চিন্তার ছেঁড়া খাতা দেখে আগুনে মাথা ।
ভালো লাগেনা কোনো কাজে-- অশান্তি
লোক পাল দল বল সব বাজে-- ভোগান্তি ।
পড়াশোনায় আসক্তি-বই এর টেবিল কাঁদে,
কলমের বিদ্যুত ঝলকানি পড়েছে ফাঁদে ।
লাল নিল রং নিয়ে কেউ নেই হাটে,
বুড়ো নটরাজ কলশি হাতে গিয়েছে ঘাটে ।
কেন ভাসে ভয়ঙ্কর ছবি,
কেন এই হিংসা, সন্ত্রাস, হানাহানি,
ওরে চল পুরনো ফিরিয়ে আনি ---
~~~~~~~~~ শান্তনু পানিগ্রাহী~~~~~
রচনাকাল : ৩১/৭/২০১২
© কিশলয় এবং শান্তনু পানিগ্রাহী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।