অতিক্রান্ত করে চলেছি বয়সের এক একটা পথ,
যেতে হবে অনেক টা,
কোথায় কে জানে?
জীবন খাতার পাতা ভর্তি শুধুই বেদনার ছন্দ,
বুকে অনেক দ্বন্দ,
তাহারই মাঝে আনাগোনা সুখ দুঃখের মাঝি,
ভাসমান নৌকা কুল পেয়ে
ফের ভেসে চলেছে আবার অকুলে,
স্রোতের মুখে চলছে ভেসে
নোঙর ফেলছে মাঝে মাঝে তীরে,
পাল তুলছে উন্মাদনায় অজানা হাওয়ার সাথে।
খাতার পাতায় আঁকা ছবিগুলি সব হচ্ছে মলীন,
এখোনো স্বচ্ছ হয়নি ধূলার পর্দার স্তর,
কাঁচে ঢাকা ফ্রেমে রয়েছে আটকে
কতদিন থাকবে কে জানে,
হয়ত জীবন ভোর ধরে।
বাঁধন গুলো আজ হচ্ছে আলগা
বিধাতা দিচ্ছে পরিনতির গীঁট,
ভাসছে ক্যানভাস রঙের হিল্লোল তুলে।
তবুতো থামছে না জীবন তরী,
থামছে না ভাঙ্গাচোরার গতি,
থামবে কখন কে জানে?
রচনাকাল : ৯/১১/২০১১
© কিশলয় এবং শান্তনু পানিগ্রাহী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।