এক রাশ সুর সাজিয়ে বসে আছি পড়ন্ত বিকেলের রোদ মেখে, একটু একটু করে সূয্য তার তাপ হারাছছে সমুদ্র্রের কোন গভীরে | কোন ছন্দে বাধি গান, সারাদিন এই ধন্দ খেলা করেছে মনে, বিকেল তা বড্ড অভিমানী থমকে থমকে সাইরেন দিয়ে যায়| আজ আবার মন খারাপের দিন? কি জানি ফুটবে কিনা আলোর রেখা? তাসের দেশ র মানুষ যদি হারিয়ে যায় অকাল বরষা কে মাথায় করে কি জানি এটাও হয়ত অভিমান! এতক্ষন পরেও সুর হলনা বাধা হয়ত সুর ও আজ বেসুরে ই বেজে উঠতে চায় নিয়ম ভাঙ্গার ছলে।রচনাকাল : ২১/৮/২০১৩