গোলাপে কাঁটা থাকে জানি
কিন্তু তুমি তো গোলাপ নও
তুমি রজনীগন্ধা ছিলে আমার জীবনে
কোথায় হারিয়ে গেলে
আমি মালি নই
বাগানে যাওয়ার অভ্যাস নেই
তবু সেদিন গিয়েছিলাম বাগানে
অনেক গোলাপ ফুটেছিল
একটি সুন্দর ঘ্রাণ, নিয়ে গেল আমাকে
গভীর থেকে আরো গভীরে
শেষে দেখি তুমি, রজনীগন্ধা
আমি তুলব ভাবলাম
দেখি অতি নিকটে দাঁড়িয়ে আছে মালি
তোলা হল না
তোমার ঘ্রাণ আমি অনুভব করেছিলাম মরমে মরমে
পরের দিন আবার এলাম বাগানে
গাছ ও ছিল মালি ও ছিল
শুধু তুমি নেই
কোথায় হারিয়ে গেলে
তোমার ঘ্রাণ আজ ও আমাকে বাগানে নিয়ে যায়
তোমাকে আর পাই না
তোমার অপেক্ষায় আমি আজো বসে আছি
রজনীগন্ধা ফিরে এসো আমার জীবনে
কোথায় হারিয়ে গেলে !!
তুমি কোথায় হারিয়ে গেলে ??
রচনাকাল : ২৬/৫/২০১২
© কিশলয় এবং সত্যম বড়াল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।