সংক্ষিপ্ত পরিচিতি -
উৎস ভট্টাচার্য ৯ই অক্টোবর শ্যামনগরে জন্মগ্রহণ করেন৷ উনি রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারী কলেজ থেকে রসায়নে সাম্মানিক স্নাতক এবং তারপরে আই.আই.টি. বোম্বে থেকে রসায়নে স্নাতকোত্তর৷ সাহিত্যের প্রতি তার অনুরাগ ছোটবেলা থেকেই ৷ তার লেখা গল্প, কবিতা বর্তমানে বেশ কিছু সংস্থার সংকলনে মনোনীত হয়েছে। অতিলৌকিক, মনস্তাত্ত্বিক, কল্পবিজ্ঞান, রম্যরচনা বিভিন্ন রকমের গল্প লিখে থাকেন ৷ সৃষ্টচরিত্রগুলির মধ্যে প্যারাসাইকোলজিস্ট প্রফেসর ধূর্জটি সোম অন্যতম ৷