অগোছালো আমার আমি"
মনি_রায়_ঘোষ
"যদি কোনদিন অামি সাজঁগোছ পরতে ভুলে যাই।
যদি এলোমেলো চুলে তোমার সামনে এসে দাঁড়াই,
তুমি কি এমনি করেই ভালবাসবে আমায়?
যদি গায়ে কোন মিষ্টি গন্ধ না মাখি,
যদি কোন অলংকার না পরি,
যদি পরতে ভুলে যাই হাতে এক গুচ্ছ কাচেঁর চুড়ি।
তবুও কি এমনি করেই ভালবাসবে তুমি?
যদি কখনো তোমার মনের মত করে নিজেকে গোছাতে না পারি,
যদি না পরি আলমারি তে তুলে রাখা রঙিন শাড়ি,
তবে কি তুমি মুখ ফিরিয়ে নেবে?
যদি কখনো আমার দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যায়,
চোখের কোনে যদি ক্লান্তি মাখা কালো ছোপ পরে,
তুমি কি সেদিন ভুলে যাবে আমায়?
রুপ রঙ যদি না থাকে আমার
তবে কি ছুড়ে ফেলে দেবে আমায়?
আমি তো ওপরের সৌন্দর্য দিয়ে তোমায় মোহিত করতে চাইনি কখনো।
রঙ বেরঙের শাড়ি পরে,গা ভর্তি অলংকারে নিজেকে অতি সজ্জায় রঞ্জিত করে,
তোমার ভালবাসা পেতে চাইনি কখনো।
শরীরের কমতিগুলো লুকিয়ে,তোমার চোখে মোহময়ী হতেও চাইনি কখনো।
আমি যেমন ঠিক তেমনি করেই তোমার কাছে দাঁড়াতে চাই।
এই এলোমেলো আমাকেই তুমি ভীষণ ভাবে চাও,অন্তত একটি বার সেটা অন্তর থেকে অনুভব করতে চাই।
যদি তা না হয় তবে এই শরীরী প্রেম চাইনা আমার।
ক্ষনিকের রুপ রঙ ক্ষনিকের যৌবন,
এই যদি ভালবাসার বুনিয়াদ হয়,
তবে সে প্রেম তোমার কাছেই থাক।
এই অগোছালো আমিকে নিয়েই আমার বরং দিন কেটে যাক।
রচনাকাল : ৩/৩/২০২০
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।