চুপ করে থাকি
জানি তুমি ভাবো হেরে গেছি।
সকালের সুপ্রভাতি পত্রিকায় উত্তাল সমকাল
সমগোত্রীয় জন্তুরা যাযাবর পাতায় পাতায়।
তবুও খবর রটে যায়
আমি চুপ করে থাকি।
নেহাত অভিসম্পাতে লুটিয়ে পরে উত্তাল তোমার রঙিন আঁচল
আমি চুপ করে দেখি।
বিকেলে খোলা রাস্তায় খালি পায়ে হেঁটে যায়
ফুটপাথে রেলিং হাতে একলা বারান্দায়।
আমি দূর থেকে দেখি
খোলা বুকে মৃতের খবর ,বাড়তে থাকা অসামাজিক দাঙ্গায়।
পোড়া রাজনীতি পুড়ে যায়
খবর ,খবর ,খবর বেড়ে যায় আরো রোজ।
আমি চুপ থাকি
আমার বিছানার বালিশে ভিজে শান্তিতে।
চুপ ,চুপ, চুপ এখন রাত্রি
ঘুমিয়ে পড়ো সবাই ,আমি , তুমি,কোলের শিশু মায়ের বুকে।
খিদে পায় আরো খিদে , পুড়ে যায় আকাশের চাঁদ চিতার আগুনে
শুধু ছাই ,আরো ছাই মৃত লজ্জার মুখে।
তবু খবর বাড়ে আমি চুপ থাকি
আর তুমি ভাবো আমি ঘুমিয়ে পরি।
রচনাকাল : ২/২/২০১৫
© কিশলয় এবং ঋষি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।