আলগা আলগা হয়ে আছে কিছু স্মৃতি
বলা হয়নি তোকে আজ ও ...
সেদিন যখন আচমকা এলি সামনে
সময় ও দিয়েছিল কথা – অপেক্ষার
মুহূর্ত গুলো চলতে চলতে থমকে গিয়েছিল
বলা না বলার টানাপোড়েনে
সাজানো হয়নি সেদিনের অগোছালো মন টাকে
ভেবেছিলাম পারবি !! কিন্তু পারিসনি বুঝতে
আমার অসংলগ্নতা ...
প্রশ্ন শুধু !! আজ ও কি পেরেছিস ??
সন্ধার হিমেল বাতাসে আজ ও বসন্ত ছুয়ে যায়
হয়ত জানি এদের তুই পাঠাস নি
হয়ত এরা তোর শরীর ছুঁয়ে এসেছে
মনে পরে সেই হাসি ?? ... ছিল শান্ত আজ একটু ম্লান
তবু আজ ও আমার ঠোটের প্রান্তে লেগে আছে
মনে পরে সেই রাত ??? ... ছিল মায়াবী আজ একটু ফেকাসে
তারা আজ ও প্রতি রাতে আমার সাথে বাঁচে
ভীষন ক্লান্ত তুই আজ !!
ফিরিয়ে নে এ বাতাস তোকে শীতলতা দেবে
ভীষন মলিন তোর চোখ দুটো আজ !!
চাঁদের স্নিগ্ধতা স্বপ্ন দেবে তাতে র একটা নতুন দিগন্ত
শূণ্য হাতে এসেছিস যদি ভোরের সূর্য টা নিয়ে যা আজ !!
সে তোকে দেবে সুদীর্ঘ এঁক বাপ্তি ...
আর আমার কল্পনায় তোর এই স্বপ্ন গুলো কথা বলে
আমি তাকাই আজ ও লুকিযে !! আর লুকিয়ে থাকে -
তোর ছায়া জড়ানো শুকনো কিছু অনুভূতি ...
ভেবেছিলাম পারবি !! কিন্তু পারিসনি বুঝতে
আমার বার্থতা ....
প্রশ্ন শুধু !! আজ ও কি পেরেছিস ???
কাগজের টুকরো দিয়ে আজ আমি তোর অবয়ব বানাই
কাঁচা হাতে গড়েছি তোকে ... এত তুই না ...
জানিনা কেন অমিলের মাঝে তোর তবু ছোয়া পাই
মন অজান্তে এ পাগলামিতে হেসে ওঠে
আর নোনা জল ছুয়ে যায় চোখের কোন
সামলে রাখা সুপ্ত ইচ্ছারা ধুঁয়ে যায় তাতে
সে গান সে কবিতা ভুলে গেছিস তুই আজ
ছোট ছোট আমার তোর প্রাপ্তি -
আজ তোকে কিছু আর মনে করায় না
আজ তুই পারিস না শুনতে আমার নিস্তব্ধ প্রতিধনী
শুধু একটা কথা আজ জানাই -
আমি ছিলাম আমি আছি আমি থাকব
ভেবেছিলাম পারবি !! কিন্তু পারিসনি বুঝতে
আমার ভালবাসা
প্রশ্ন শুধু !! আজ ও কি পেরেছিস ???
রচনাকাল : ৩০/৭/২০১২
© কিশলয় এবং সৌমি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।