জীবন যেন অথৈ জলে
ছোট্ট একটি ভেলা,
পৃথিবীর বুকে যুঝে চলা
আর তারা করে, ভাগ্যের সাথে খেলা।
তারা দেখাবে আলো, মুছবে কালো –
করবে জগৎ জয়।
তারা মরতে পারে সবার ত্বরে
না করে কোন ভয়।
তারা যে নবীন, নয়কো অধীন
তারা গায় জীবনেরই জয় গান,
তাদের গড়ার নেশা এটাই পেশা
সেটাই তাদের ধ্যান।
তারা চলার পথে, চোখের জলে –
রুদ্ধ করে পথ যে চলে,
তারাই বাড়ির বাঁধন তুচ্ছ করে
জীবন হিসেব শিকেয় তুলে –
পৌছে যায় যে সমর স্থলে।
তাদের জীবন ভিতী, নয়কো তিথী,
অন্তরালের অর্ঘ্য প্রীতি
তাদের এটাই ভাগ্যের পরিহাস,
সময়ের সাথে সবই স্মৃতি,
তাদের বিসর্জনের ইতিহাস।
তারাই হয়তো ছিল কারোর মানিক রত্ন,
কারোর বা হ্রদয় স্পন্দন-
তারা যে স্তব্ধ আজি টুটিয়া সকল বন্ধন,
তারা রেখে গেছে এ পৃথিবীর বুকে
সুধু স্বজন হারা ক্রন্দন।
রচনাকাল : ২৫/৭/২০১১
© কিশলয় এবং অজয় হাজরা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।