সুবর্ন আভা ছড়িয়ে চতুর্দিকে,
পথে হেঁটে যায়ে অট্টালিকার রাণী গৃহিণীর দল,
সুবাসিত কালো কুন্তলবেণী দোলে,
বাতাসে উড়িয়ে নিয়ে যায়ে তার স্বর্ণাভ অঞ্চল।
রিমঝিম ধ্বনি হয়ে ওঠে শিঞ্জিণী,
কঙ্কন তার সঙ্গী হয়ে বেজে ওঠে বার বার,
রঙ্গীন ওষ্ঠে লেগেছে হাসির রেখা,
সর্ব্ব অঙ্গে শোভিত রয়েছে স্বর্ণ অলঙ্কার।
অন্যদিকে সে পথের অপর প্রান্তে,
ঘটে চলে এক চরম বৈপরীত্য,
রাজপথের এই অতি বাস্তব মঞ্চে-
অভিনীত হয়ে দারিদ্র্যতার করুণ চলচিত্র।
নায়ক সেখানে অতি অজ্ঞ ক্ষুদ্র এক বালক,
ভিখারিণী জননীর ক্রোড় মাঝে আপন ক্রীড়ায়ে মত্ত,
প্রতিকূলতার হাজার ক্ষত বয়ে নিয়ে সারা অঙ্গে,
খুঁজে পেতে চায়ে একটুখানি সহানুভূতির ছত্র।
এপারের রাণী স্বর্ণময়ীরা দৃষ্টি মেলেনা ওপারে,
বিধাতাই শুধু হতাশার চোখে চেয়ে থাকে এই দুপারে,
একপাড় জ্বলে ক্ষুধার জ্বালায়ে,ওইপাড়ে চলে উচ্ছাস,
পর্দার ওপারে বিধাতা শুধুই ফেলে চলে দীর্ঘশ্বাস।
রচনাকাল : ৯/৭/২০১১
© কিশলয় এবং অণির্বান মুখোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।