একটা ঘুটঘুটে অন্ধকার পথে একা চলেছে কেউ...
সব খোয়া গেছে তার...
অন্ধকারে হাতড়াতে হাতড়াতে চলেছে সে...
নির্ভীক অথচ দিশেহারা...
হারাবার ভয় করেনা আর সে...
তাও চলছে...কিছু খুঁজে পাবার আশায়...
চলতে চলতে..খুঁজতে খুঁজতে...হঠাৎ এক ছোট্ট আলোর বিন্দু...
প্রথমে বিশ্বাস করতে পারেনি..মনের ভুল বোধ হয়...
তারপর..কাছে আসতেই ক্রমশ স্পষ্ট হয়ে উঠল সে আলো...
অন্ধকারে চলতে চলতে হারিয়ে গেছিল এরম কিছু পাবার আশা...
ওই টুকু আলোতেই আতিপাতি করে খুঁজতে চেষ্টা করলো হারিয়ে যাওয়া একটা কিছু...
হঠাৎ খুঁজে পেল ও সে..
সাময়িক এক আনন্দে মন তা নেছে উঠল..
যদিও জানত সে যে এই আলো ক্ষণস্থায়ী,এখুনি নিভে যাবে চিরতরে...
তাও মন-প্রান ভরে সেই আলোয় ভরা জগতটাকে শেষ বারের মতন একবার দেখে নিল...
নিভে গেল.. চিরকালের জন্য...
দেখিয়ে গেল এক নতুন কিছু পাবার স্বপ্ন...
দিয়ে গেল সব তা নাহলেও একটু আশার বাণী...
আবার শুরু হল তার অন্ধকারে চলা...আলোর সন্ধানে...
নতুন উদ্দ্যমে..নতুন সূর্য্য দেখার আশায়... নতুন আলোর স্বপ্ন নিয়ে...
আন্তহীন এ চলা..
শেষ কবে কেউ জানেনা...
রচনাকাল : ১৬/৭/২০১১
© কিশলয় এবং গার্গী ত্রিপাঠী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।