আমি ক্ষনিকের কবি,
দিবসান্তে যখন যাবে অস্তাচলে রবি-
বিদায়ে সুরের রেশ ছড়িয়ে
চিরনিদ্রায়ে মগ্ন হবে এ অন্তর বিপ্লবী,
আমি ক্ষনিকের কবি।
হয়েতো বিদায় শেষে
মানব মনের দর্পনেতে উঠব আবার ভেসে,
বিশ্বমানব রাখবে আমায়ে মনের মনিকোঠায়ে-
একটু ভালোবেসে-
হয়েতো আমার সৃষ্টি মাঝে আবার,
উঠবো আমি হেসে।
হয়েতো সেসব সুখটুকু মিলবে না,
যাত্রাপথের শেষে সেদিন হারাবো নিমেষে,
মানব মনের অন্তরালে হারিয়ে যাওয়ার দেশে।
সময়ে স্রোতের ধারা বেয়ে আসবে কত কবি-
হয়েতো তাদের দীপ্তি মাঝে হারাবে এ মন বিপ্লবী,
হয়েতো তাদের মনে-
আমার স্বপ্ন উঠবে না আর বেজে ক্ষনে ক্ষনে।
তবুও দুঃখ নাই,
বিশ্বমাঝে অস্তিত্বের ছাপ রেখে যেতে চাই।
পান্থ এ মন জানায়ে শুধু এইটুকু প্রার্থনা,
সেই আশাতে আজকে আঁকি কাব্যের আলপনা।
রচনাকাল : ১১/৬/২০১১
© কিশলয় এবং অণির্বান মুখোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।