নিলাভ সাদা আকাশ
আদ্রতা পূর্ণ বাতাস।
রৌদ্র-তপ্ত এই দুপুরে
ক্লান্ত পরিস্রান্ত শরীরে,
চেয়ে থাকি দুফোঁটা বৃষ্টির আসায়
তৃস্নার্ত চাতক পাখির ন্যায়।
অবসাদ-গ্রস্ত অবস্থায়
পড়ে আছি বিছানায়।
বিদ্যুৎ বিছিন্ন অবস্থায়
নিজেকে অসহায় মনে হয়।
এই বিশাল প্রকৃতির মাঝে
লুক্কাইত গূঢ় রহস্যের পাছে,
হঠাৎ কালো মেঘের দেখা মেলে
দুপুর গড়িয়ে বিকেল বেলা হলে।
কিন্তু বৃষ্টি নাহি হয়
আদ্রতা চরমে পৌঁছায়।
চোখ মেলে দেখি আকাশের পানে
আর ভাবি বিষণ্ণ এই মনে,
কখন নামিবে বৃষ্টিধারা
পরিবেশ হবে ক্লান্তিহারা।।
- জয়ন্ত মণ্ডল।
রচনাকাল : ১৮/১০/২০১১
© কিশলয় এবং Jayanta Mandal কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।