ধ্বংস হয়ে যাক এ যুগের যত মানব ইতিহাস আমি বয়ে বেড়াতে চাইনা এদের চিহ্ন
নতুন করে হবে সব কিছু গড়া মানুষ গুলো হবে একটু অন্য
আকশের দিকে তাকাতে পারবো সহজে দেখতে পাবো অনেক গুলো তারা
তারপর যদি আবার সুনামী আসে কোথাও যেন রয়ে যাবে মাটি খোঁড়া
আর একটু বেশী বিষ ঢেলে দাও ওখানে যদি তাতে দুটো লোক বেশি মারা যায়ে
শেষে যেটুকু থাকবে বেঁচে ওটাতে সবটুকু ঢেলে দিও আমার গলায়ে
এযুগের ভীষ্ম হবো আমি ভীষণ প্রতিঞা করবো এখানে দাঁড়িয়ে
মানব জাতির যত রোগ আছে দেখা এযুগ থেকে বয়ে দূরে দেব তাড়িয়ে
এযুগ যেন ব্যস্ত পথিক রাস্তায়ে রাস্তায়ে
হাটে বাজারে বিত্রি হয়ে আজকাল বড়ো সস্তায়ে
দেখতে পারিনা চোখ ঢেকে ফেলি ছোটো হয়ে যায়ে মন
কখন জানিনা থেমে গেছে আমার হৃদস্পন্দন ।।
রচনাকাল : ১১/৭/২০১২
© কিশলয় এবং SOURAV ROY CHOUDHURY কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।