এক যে ছিল ছোট্ট পাখি..
অনেক সপ্ন তার দুই চোখে...
একদিন মা কে বলল সে-
"মা আমি শিখতে চাই, উড়তে হবে কিভাবে..."
মা বলল "আমার কাজ অনেক..
সারাদিন এই ঘিঞ্জি বাসা এ থাকলে দিন যাবে না...
তোমার জন্য ও আনতে হবে রসনা..
আমায় ওই মেঘ পেরিয়ে যেতে হবে যে বহু দূর..."
ছোট্ট পাখি দেখে আকাশ পানে..
আমিও পারব উড়তে.. ওই সপ্নের মেঘের দেশে আমার মার সঙ্গে যেতে.. পারব তো আমি?
মা পাখিটার অনেক কাজ..
ছোট্ট পাখির জন্য তাকে জীবন এর সব বাধা পেরোতে হবে..
সে খুব রাগী... সারাটা দিন যে তার অনেক কাজ ...
ছোট্ট পাখি ভাবলো...
মা খুব ভালবাসে আমায়..
দুরের ওই মিষ্টি মেঘের থেকেও বেশি...
ওই আকাশ...ওই সূর্য র থেকেও বেশি..
কিন্তু মা আমায় আরো ভালোবাসত...
যদি না আমার জন্ম জোর করে ওই ডিম তা থেকে আসতো...
ছোট্ট পাখি বড় হলো..
সবাই তার কাজে মুগ্ধ..
বাঃ!! দারুন..
কিন্তু সে সবাই কে খুশি করার জন্যই করত এসব...
নিজের জন্য নযে..
একদিন সে ভাবলো.. নাঃ..
আমাকেও কিছু করতে হবে নিজের জন্য..
নিজেকে খুশির জন্য...
আমাকে নিজেকেও একবারের জন্য খুশি করতে হবে..
সে অনেক কিছু জেনে ফেলেছে..অনেক জ্ঞান সঞ্চয় করেছে সে..
সে এখন বাস্তববাদী...
তার ধীমান পিতার থেকেও বেশি..
কিন্তু সে ভুলেই গেছিল...সেই শুরুটা শিখতে..
কি করে উড়বে সে???..
অনেকেই সাহায্যের হাত বাড়ালো.. তাকে যে উড়তে শিখতে হবে !!!
তার ও ভালো লাগলো..
সে তার ডানা ছড়িয়ে দিলে দিগন্তে..
ভাসলো... কিন্তু
সে পরে গেল..প্রথম,... দিতীয়বার এর জন্য..
শরীরটা যে বড্ড ভারী হয়ে গেছে ওড়ার জন্য.. তার পেশী গুলি কুঁকড়ে যেতে লাগলো..
সে ওপরে তাকালো.. অন্য দের দিকে....
যারা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল...তারাই এখন হাস্হমান ..
এখন বড় হবে যাওয়া ছোট্ট পাখি তা একটা গাছ এর ওপর এসে পরলো..
দিন গেল...
ভাঁটা কেটে জওয়ার হলো..
ঝরও আর এলো না..
কালো মেঘ গুলি কোথাও ঘুরতে গেল..
আকাশে রামধনু হাসলো...
বড় হবে যাওয়া ছোট্ট পাখিটা বুক ভরে নিশ্বাস নিলো..
একটাই গান, একটাই সপ্ন তার মাথে ঘুরছে এখন ..
"ঝড়ের শেষে রাম্ধনু আসে"..
সেখানে ছিল তার প্রিয় বন্ধু... কাছের কেউ..
সে হাসলো তাকে দেখে...
"আমি তো আছি !!"...
ছোট্ট পাখি তার আনন্দ ধরে রাখতে পারল না...
সারা দিনের জন্য তারা চেষ্টা করলো..
বার বার পরে যেতে লাগলো সে..
ভয়ানক ভাবে..
আঘাত র আহতর মধ্যে খুব কম পার্থক্য রাখল তারা ...
তার বন্ধু তাকে বার বার... বারংবার টেনে তুলতে লাগলো..
তারা উড়তে লাগলো... হাসি..কথা.. আর স্মৃতিচারণ..
হঠাত ছোট্ট পাখি দেখল সেই কালো ঝরটাকে ..
সে বাড়ি ফিরে যেতে চাইল..
কিন্তু কই...সে যাওয়ার আগেই...
হওয়া তাকে ঠেলে তুলে দিল...
তাকে ওপরে.. আরো ওপরে নিয়ে যেতে লাগলো..
সেই সপ্ন মেঘের দেশে..
মা দেখো আমি কোথাএ..মা?
যেখানে তুমি চেয়েছিলে আমি যাই!! ... আমি তো সেখানেই মা!!
হয়েতঃ মা তখন তার জন্য খাবার যোগার করছে..
অতবা কাউকে.... না থাক..
হাঁ, কোথাএ ছিলাম..
মা শুনলো না তার কথা..
কিন্তু বন্ধু?? বন্ধু তুমি কোথাএ ??
কোথাএ তুমি...??
এত কালো কেন চারদিক ??
এটা ছিল ঝড়ের আগের অন্ধকার..
তারপর বজ্রপাত..
পাখি তা যে আর শুনতে পেল না..
পরে যাচ্ছিল সে..
নিচে আরো নিচে..
মা!! জানো!! আমি আকাশ ছুয়েছি!!!....
রচনাকাল : ২০/৭/২০১২
© কিশলয় এবং তথাগত বসু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।